Putki Vai (পুটকি ভাই) Lyrics by Arob Dey and Indraneel Chatterjee is latest Bengali song from the album Rest in প্রেম with music also given by singers. Putki Vai song lyrics are written by Arob Dey.
Putki Vai Song Detail
Singer: Arob Dey, Indraneel Chatterjee
Composer: Indraneel Chatterjee, Arob Dey
Lyrics by: Arob Dey
Putki Vai Lyrics
গাঁজা আমার ভালোবাসা
গাঁজা আমার ঘর
বুকের মাঝে ভোলেবাবা
বাকি সব পর
পেটের ভেতর খিদে আছে
চোখে আছে লাল
মাথার ভেতর ডিস্কো নাচে
জটা মহাকাল
এই পুটকি ভাই, একটা রোল কর
আর লইট্টা মাছের ঝোল কর
এই পুটকি ভাই, একটা রোল কর
আর লইট্টা মাছের ঝোল কর
উচ্চমাধ্যমিকে তিনবার ফেল
দেশি মদ দিয়ে তাই করি গারগেল
চোখ থাকে ঢুলুঢুলু
লিভার থাকে চাপে
সামনে বছর খেলতে যাব
মাতাল বিশ্বকাপে
এই পুটকি ভাই, একটু মদ ঢাল
একটু গিলে মেটে বানিয়ে দে ঝাল ঝাল
যখনই তোমাকে দেখেছি
তখনই ভালো লেগেছে
তোমাকে প্রোপোজ করেছি
তুমি থাবড়া মেরেছো গালে
লজ্জা লেগেছে হেভি
তুমি ছিলে mah baby
যেন স্বর্গীয় শ্রীদেবী
আমি অনিল কাপুর বালের
লাভ নেই, সেক্স নেই
ধোকা নেই, ছ্যাঁকা নেই
তবুও যা কিছু আছে
পুটকি তা নিয়ে বাঁচে
ছিলাম আছে, ফোঁকা আছে
প্ল্যাস্টিক শোঁকা আছে
কেউটের খোকা আছে
যমরাজ কাকা আছে
পুটকি ভাই একটু ব্রেক দে
মদ দিস না, মিল্কশেক দে
এই পুটকি ভাই একটু ব্রেক নে
মদ নিস না, মিল্কশেক নে
বডি আমার শুকিয়ে গেছে
কাঠি চেহারা
পালকি চড়ে শ্মশান যাবো
ডাকো বেহারা
হু হুম না
হু হুম না…
চুকিয়ে দেবো হিসেব নিকেশ
জীবনের খাতায়
ল্যাংটো হয়ে নাচতে নাচতে
জ্বলবো যে চিতায়
রাম নাম সত্য হে
রাম নাম সত্য হে
এই পুটকি ভাই তুই পুড়ে যা
স্বর্গের পরী হয়ে উড়ে যা
এই পুটকি ভাই, টাটা বাই বাই
প্ল্যানচেটে মাঝে মাঝে আসা চায়
এই পুটকি ভাই তুই হেভেনে
কিভাবে মজা করবি ভেবে নে
এই পুটকি ভাই একটু নেচে নে
গন্ধ জাঙ্গিয়া টা কেচে নে
এই সাবান ভাই একটু ডান্স মার
একটু কুঁচকি ঘষে ফ্যানা ঝাড়
এই পুটকি ভাই একটু রাম দে
একটু ঘাড় ফাড় টিপে আরাম দে
এই পুটকি ভাই একটু চিল মার
বাবুদের মৌচাকে ঢিল মার
এই পুটকি ভাই একটু রোল কর
একটা দামড়া খাসির ঝোল কর
এই পুটকি ভাই, একটা রোল কর
লইট্টা মাছের ঝোল কর
এই পুটকি ভাই
পুটকি ভাই
Putki Vai Lyrics In English
Ganja amar valobasha
Ganja amar ghor
Buker majhe volebaba
Baki sob por
Peter bhetor khide ache
Chokhe ache laal
Mathar bhetor disco nache
Jota mahakal
Ei putki vai ekta roll kor
Aar loita macher jhol kor
Ei putki vai ekta roll kor
Aar loita macher jhol kor
Ucho madhyamike tin bar fail
Desi mod diye tai kori gargol
Chokh thake dulu dulu
Liber thake chape
Samone bochor khelte jabo
Matal bissocup
Ei putki vai, aktu mod dhal
Aktu gile mete baniye de jhal jhal
Jokhonoi tomkae dekhechi
Tokhonoi valo legeche
Tomake propose korechi
Tumi thabra mere gale