Takey Olpo Kachhe Dakchi (তাকে অল্প কাছে ডাকছি) Lyrics from Prem Tame is latest Bengali song sung by Mahtim Shakib with music also given by Shibabrata Biswas. Takey Olpo Kachhe Dakchi song lyrics are written by Shibabrata Biswas.
Takey Olpo Kachhe Dakchi Song Detail
Film/Album: Prem Tame
Singer: Mahtim Shakib
Composer: Shibabrata Biswas
Lyrics by: Shibabrata Biswas
Takey Olpo Kachhe Dakchi Lyrics
তাকে অল্প কাছে ডাকছি
আর আগলে আগলে রাখছি
তবু অল্পেই হারাচ্ছি আবার
তাকে ছোঁবো ছোঁবো ভাবছি
আর ছুঁয়েই পালাচ্ছি
ফের তাকেই ছুঁতে যাচ্ছি আবার
অভিমান পিছু নাম
তাকে পিছু ফেরায়
তার কানে না যায় পিছু ডাক
আমার মুখ বুজেই তাকে ডাকছি আবার
তাকে অল্প কাছে ডাকছি
আর আগলে আগলে রাখছি
তবু অল্পেই হারাচ্ছি আবার
ফাঁকা বুক, চেনা সুখ
জানি ঘুম সে ভাঙাবেই
ভেজা মন, বলি শোন
রাতভোর জাগতে নেই
মুখচোরা ডাক তাকে ঘুম পাড়াক এবার
তাকে ছুঁয়েই স্বপ্ন বুনছি আবার
তাকে আলতো গায়ে মাখছি
আর আঁকড়ে মুঠোয় ঢাকছি
তবু মুঠো আলগা রাখছি আবার
তাকে ছোঁবো ছোঁবো ভাবছি
আর ছুঁয়েই পালাচ্ছি
ফের তাকেই ছুঁতে যাচ্ছি আবার
Takey Olpo Kachhe Dakchi Lyrics In English
Takey olpo kachhe dakchi
Aar agle agle rakhchi
Tobu olpei harachhi abar
Takey chhobo chhobo vabchi
Aar chhuyei palachhi
Pher takei chhunte jachhi abar
Abhiman pichu naam
Takey pichu ferai
Tar kane na jay pichu dakh
Amar mukh bujhei take dakchi abar
Takey olpo kachhe dakchi
Aar agle agle rakhchi
Tobu olpei harachhi abar
Faka bukh, chena sukh
Jani ghum se bhangabei
Veja mon, boli son
Raatbhor jagte nei
Mukhchora dakh take ghum parak abar
Takey chhuyei swapno bunchi abar
Takey alto gaye makhchi
Ar akhre muthoy dakhchi
Tobu mutho alga rakhchi abar
Takey chhobo chhobo vabchi
Aar chhuyei palachhi
Pher takei chhunte jachhi abar