Tomari Achi Lyrics by Imran Mahmudul, Labiba is latest Bengali song with music also given by Imran Mahmudul. Tomari Achi song lyrics are written by Kabir Bakul.
Tomari Achi Song Detail
Song Name: | Tomari Achi |
Singer: | Imran Mahmudul, Labiba |
Composer: | Imran Mahmudul |
Lyrics by: | Kabir Bakul |
Label: | Central Music and Video [CMV] |
Tomari Achi Lyrics
তোমাকে না দেখে দেখে
থাকা যায় না কেন?
হৃদয়ের গভীরে তুমি
তুমি আয়না যেন
আমি নিষ্প্রাণ তুমিহীনা
না দেখে বাঁচি না
না দেখে বাঁচি না।
তুমি আমারই আছো
আমি তোমারই আছি
তোমার ভালোবাসায়
প্রতিদিন আমি বাঁচি।
ছায়াতে মায়াতে, চাওয়াতে পাওয়াতে
নিঃশ্বাসে প্রশ্বাসে, বিশ্বাসে
এ মনে গোপনে সম্মুখে পেছনে
রয়েছো বুকেরই বাঁ-পাশে।
পথেরই চলাতে, মুখেরই বলাতে
কাউকে আর দেখিনা
তুমি আমারই আছো
আমি তোমারই আছি
হো, তোমার ভালোবাসায়
প্রতিদিন আমি বাঁচি।
ভাবনা জগতে, কল্পনা গল্পতে
অল্প না বেশিটা জুড়েই তো
বুঝেও অবুঝ তোমাকে পাই খুঁজে
খুব কাছে নও তুমি দূরেই তো।
সুখেরি ছোঁয়াতে ডুবেছি তোমাতে
ছুঁয়ে দেখি সে কি-না
তুমি আমারই আছো
আমি তোমারই আছি
হো, তোমার ভালোবাসায়
প্রতিদিন আমি বাঁচি।
Tomari Achi Lyrics In English
Tomake na dekhe dekhe
Thaka jaay na keno
Hridoyer gobhire tumi
Tumi aayna jeno
Ami nishpran tumihina
Na dekhe banchi na
Na dekhe banchi na
Tumi amari acho
Ami tomari achi
Tomar bhalobashay
Protidin aami baachi
Chayate mayate chaowate paowate
Nishwashe proswashe bishwashe
E mone gopone sommukhe pechone
Royecho bukeri bapashe
Potheri cholate mukheri bolate
Kauke aar dekhina
Tumi amari acho
Ami tomari achi
Ho tomar bhalobashay
Protidin aami baachi
Vabona jogote kolpona golpote
Alpo na beshita jurei toh
Bujheo obujh tomake pai khuje
Khub kache nou tumi durei toh
Sukheri chowate dubechi tomate
Chuye dekhi se kina
Tumi amari acho
Ami tomari achi
Ho tomar valobashay
Protidin aami banchi