Home » Bengali Songs » Bibhajon Lyrics – Rupam Islam

Bibhajon Lyrics – Rupam Islam

Bibhajon Lyrics by Rupam Islam is latest Bengali song with music given by Him. Bibhajon song lyrics are written by Rupam Islam.

Bivajon Lyrics - Rupam Islam

Bibhajon Song Deatil

Singer: Rupam Islam
Composer: Rupam Islam
Lyrics by: Rupam Islam

Bibhajon Lyrics

বোধহয় কেউ ভাবেনি কখনও
ভাবনার‌ও হয়েছে বয়েস,
বোধহয় কেউ খেয়াল করেনি
কেটে গেছে চিন্তার রেশ।

বিভাজন খবর দিয়েছে
কিছুই থাকেনি অবশেষ,
বিভাজিত ভাবনারা ভাবে
কবে এই ভাবনার শেষ।

এই মহানগরী‌ও ভাবে
ভাবে এই পরাধীন দেশ,
স্বপ্নের শুরু কোনখানে
কোথায় সে স্বপ্নের শেষ।
স্বপ্নের মূল্য কি জানে
স্বপ্ন যে দেখতে শেখায়,
স্বপ্ন ভেঙে যাওয়ার পরেও
তাকে যেন খুঁজে পাওয়া যায়,
পাওয়া যায়।

বোধহয় কেউ চেনেনি কখনও
চেনা চেনা মানুষের মন,
মুখোশটা আড়াল করেছে
আড়ালেই কেটেছে জীবন।

বিভাজন হঠাৎ এসেছে
বদলে দিয়েছে পরিবেশ,
বিভাজিত ভাবনারা ভাবে
কবে পরিবর্তন হবে শেষ,
হবে শেষ।

Bibhajon Song Video