Bondhe Maya Lagaise Lyrics by Shunu Shourov is latest Bengali song with music also given by Shah Abdul Karim. Bondhe Maya Lagaise song lyrics are written by Shah Abdul Karim.
Bondhe Maya Lagaise Song Detail
Singer: Shunu Shourov
Composer: Shah Abdul Karim
Lyrics by: Shah Abdul Karim
Bondhe Maya Lagaise Shunu Shourov
বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে ।
বসে ভাবি নিরালায়, আগে তো জানি নাই
বন্দের পিরিতের জ্বালা
যেন ইটের ভাটায় কয়লা দিয়া
আগুন জালাইছে দেওয়ানা বানাইছে
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।
বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে ।
আমি কি বলিব আর
বিচ্ছেদের আগুনে পুড়ে কলিজা আঙ্গার
প্রান বন্ধুর পিরিতে আমায়
পাগল করেছে দেওয়না বানাইছে
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে ।
বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে ।