Dugga Elo (দুগ্গা এল) Lyrics by Akriti Kakar and Debanjali B Joshi is latest Bengali song with music also given by Ajay Singha. Dugga Elo song lyrics are written by Rajib Chakraborty.
Dugga Elo Song Detail
Singer: Akriti Kakar, Debanjali B Joshi
Composer: Ajay Singha
Lyrics by: Rajib Chakraborty
Dugga Elo Lyrics In Bengali
সময় যত অচেনা হোক
উৎসবের পরশ লাগুক প্রাণে,
আলোয় আলোময় হয়ে উঠুক রূপ-লাবণ্য
এতটুকু আঁধার যেন না থাকে মনে,
মায়ের আশীর্বাদে তো সবার অধিকার
তাই সময় যতই অচেনা হোক
উৎসবের পরশ লাগবেই প্রাণে।
শিউলি ফুলের নোলক দেবো
দেবো কাঁচের চুড়ি,
খোঁপায় আমি বেঁধে দেবো
হলুদ সোনাঝুরী।
নুপুর দেব ঝুমকো লতার
কলকা পাড়ের শাড়ি,
শালুক ফুলের মেঘ মুলুকে
হাওয়ায় টানে গাড়ি।
ও কাশফুলের ঐ দুধ সাদা রং
আকাশ বুঝি সাজে,
অন্ধকারের রাত পেরিয়ে
আলোয় বাঁশি বাজে ..
দুগ্গা এলো দুগ্গা এলো
মন লাগেনা রে,
বুকের ভেতর ঢ্যাংকুরাকুর
বাদ্যি বাজে রে,
দুগ্গা এলো, দুগ্গা এলো
দুগ্গা এলো, দুগ্গা এলো ..
মা যে আমার দশভূজা
আগলে রাখে সব
ধনধান্যে পুষ্পে এবার সাজাবো উৎসব।
হাজার বিপদ ঘনিয়ে এলে
করবো না আর ভয়,
সবাই মিলে বলো এবার
দুগ্গা মায়ের জয়,
সব ভালো হোক দুহাত পেতে
মায়ের কাছে চাই,
আশ্বিনের এই শারদ প্রাতে
আনন্দ গান গাই …
দুগ্গা এলো দুগ্গা এলো
মন লাগেনা রে,
বুকের ভেতর ঢ্যাংকুরাকুর
বাদ্যি বাজে রে,
দুগ্গা এলো দুগ্গা এলো
দুগ্গা এলো দুগ্গা এলো ..
অঞ্জলী আর সন্ধি পুজো
পঞ্চ প্রদীপ জ্বালো,
ত্রি-নয়নি মাগো তুমি
ভুবন জোড়া আলো।
আর যেওনা মাগো তুমি
থাকো সবার ঘরে,
অসুখবিনাশে যেন দূর্গা বসত করে।
সব ভালো হোক দুহাত পেতে
মায়ের কাছে চাই,
আশ্বিনের এই শারদ প্রাতে
আনন্দ গান গাই..
দুগ্গা এলো দুগ্গা এলো
মন লাগেনা রে,
বুকের ভেতর ঢ্যাংকুরাকুর
বাদ্যি বাজে রে,
দুগ্গা এলো দুগ্গা এলো
দুগ্গা এলো দুগ্গা এলো
Dugga Elo Lyrics In English
Somoy joto ochena hok
Utsaver porosh laguk prane
Aloy alomoy hoye uthuk roop-labanno
Etotuku aadhar jeno na thake mone
Mayer ashirbade toh sobar adhikar
Tai somoy jotoi ochena hok
Utsaver porosh laguk prane
Shiuli phooler nolok debo
Debo kancher churi
Khopay ami bedhe debo
Holud sonajhuri
Nupur debo jhumko lotar
Kolka parer shari
Shaluk fuler megh muluke
Haway Taane gari
Oh kash phooler oi dush sadha rang
Akash bujhi saje
Andhokare raat periye
Aloy basi baje
Dugga elo dugga elo
Mon lagena re
Bukher vitor dhanku ra kur
Badhdi baje re
Dugga elo dugga elo
Dugga elo dugga elo
Maa je amar dashvuja
Agle rajhe sob
Dhano dhano pushpe abar sajabo utsav
Hazar bipodh goniye ele
Korbo na ar voy
Sobai mile bolo abar
Dugga mayer joy
Sob valo hok duhath pete
Mayer kache chai
Aashiner ay saradh prate
Aanada gaan gai
Dugga elo dugga elo
Mon lagena re
Bukher vitor dhanku ra kur
Badhdi baje re
Dugga elo dugga elo
Dugga elo dugga elo