Megh (মেঘ) Lyrics by Rupak Tiary is latest Bengali song with music also given by Rupak Tiary and Jakiruddin Khan. Megh song lyrics are written by Aviman Paul.
Megh Song Detail
Singer: Rupak Tiary
Composer: Rupak Tiary, Jakiruddin Khan
Lyrics by: Aviman Paul
Megh Lyrics
একা মেঘ হেঁটে যায়
পায়ে পায়ে কে যেন ডাকে
পড়ে থাকে পিছুটান
সুনসান পথের বাঁকে।
জানালার আড়ালে আজও সে দাঁড়ালে
স্বপ্ন আঁকা চোখে
সন্ধ্যের মলাটে ভেজা ভেজা মন তার
পথ চেয়ে থাকে।
যাও ফিরে মেঘ অন্য কোথাও
ইচ্ছে পাহাড়ে
যাও ফিরে মেঘ যাও উড়ে যাও
নিজের ঘরে।
তবু মেঘ ভাবে রোজ
একদিন মেঘ সরে যাবে
এভাবেই মেঘেদের দিন কাটে আঁধার নামে।
দূর দেশে কোনও শহরে
জেগে থাকে যেন কোন সে রূপকথা,
হাতছানি দিয়ে ডাকে
গল্প শোনায় রোজ একমুঠো বেঁচে থাকার।
যাও ফিরে মেঘ অন্য কোথাও
ইচ্ছে পাহাড়ে
যাও ফিরে মেঘ যাও উড়ে যাও
নিজের ঘরে।
তবু মেঘ ভাবে রোজ
একদিন মেঘ সরে যাবে
এভাবেই মেঘেদের দিন কাটে আঁধার নামে।
ছেড়ে যেতে চায়নি সে কোনোদিন
অন্য কোনো ডাকে
ছেঁড়া কাঁথা গায় আজও এখানেই
ঘুমিয়ে থাকে।
Megh Lyrics In English
Eka megh hente jay
Paye paye ke jano dake
Pore thake pichutaan
Shunshan pother banke
Janalar arale ajo she darale
Shwpno anka chokhe
Shondheyr molate bheja bheja mon tar
Poth chey thake
Jao phire megh onno kothao
Icche pahare
Jao phire megh jao ure jao
Nijer ghore
Tobu megh bhabe roj
Ekdin megh sore jabe
Ebhabei megheder din kate andhar name
Dur deshe kono shohore
Jege thake jeno kon se rupkotha
Haatchhani diye dake
Golpo sonay roj ekmuthho beche thakar
Jao phire megh onno kothao
Icche pahare
Jao phire megh jao ure jao
Nijer ghore
Tobu megh bhabe roj
Ekdin megh sore jabe
Ebhabei megheder din kate andhar name
Chere jete chayni se kono din
Onno kono dake
Chera kantha gay ajo ekhanei megh
Ghumiye thake